একনজরে স্রেডা
একনজরে স্রেডা
১.১ পরিচিতি
বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও প্রসার, আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও দক্ষ ব্যবহারের মাধ্যমে জ্বালানির অপচয় রোধকল্পে ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) গঠন করে। অতঃপর ২০১৪ সালের ২২শে মে বিদ্যুৎ ভবন, ১ নং আব্দুল গণি রোড, ঢাকায় স্রেডার কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), রমনা, ঢাকা ভবনের ১০ম ও ১১তম তলার সুপরিসর ও অত্যাধুনিক অফিসে স্রেডা তার কার্যক্রম পরিচালনা করছে। ঢাকাস্থ শের-ই-বাংলা নগরে নিজস্ব প্লটে পরিবেশ বান্ধব, জ্বালানি দক্ষ ও জ্বালানি সাশ্রয়ী স্রেডা ভবন নির্মান সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমানে ০৫টি উইং নিয়ে স্রেডা’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। যথা:
১। প্রশাসন উইং
২। নবায়নযোগ্য জ্বালানি উইং
৩। জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উইং
৪। অর্থ উইং
৫। নীতি ও গবেষণা উইং
১.২ রূপকল্প (Vision)
জ্বালানির টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে একটি জ্বালানি সচেতন সমাজ গঠন।
১.৩ অভিলক্ষ্য (Mission)
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ী যথাযথ কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানির ক্রমাগত অনুসন্ধান।
বিগত পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্জন:
- নবায়নযোগ্য শক্তি হতে মোট ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বা সিস্টেম স্থাপন;
- ৫২ লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপন;
- কৃষিকাজে ব্যবহৃত ডিজেল চালিত পাম্প ৯৯৯ টি সোলার ইরিগেশন পাম্প দ্বারা প্রতিস্থাপন;
- ১১ টি সোলার মিনিগ্রীড প্রকল্প বাস্তবায়ন;
- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে ৫০০০ সোলার সিস্টেম বিতরণ এবং আরো ৪৭০০০ দরিদ্র মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনতে প্রকল্প গ্রহণ;
|
- নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক তথ্য হালনাগাদকরণের জন্য কেন্দ্রীয় ডাটাবেইস চালুকরণ;
- ১৮৭৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া গ্রহণ;
- ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর;
- ১৩ টি স্থানে উইন্ড ম্যাপিং এর কার্যক্রম সম্পন্নকরণ ;
- ঢাকার কেরানীগঞ্জে ১ মেগাওয়াট পৌরবর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরুকরণ;
- নেট মিটারিং গাইডলাইন প্রণয়ন এবং নেট মিটারিং এর আওতায় ৬.৫৮ মেগাওয়াট গ্রিড-টাইড সোলার সিস্টেম স্থাপন।
|
বিগত পাঁচ বছরে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ খাতে অর্জন:
- Energy Efficiency and Conservation Master Plan upto 2030 এবং Action Plan for Energy Efficiency and Conservation প্রণয়ন
- জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিধিমালা ২০১৬ প্রণয়ন
- জ্বালানি নিরীক্ষা প্রবিধানমালা-২০১৮ প্রণয়ন এবং ১৩ টি আবাসিক, বানিজ্যিক ভবন ও শিল্প কলকারখানায় জ্বালানি নিরীক্ষা পরিচালনা;
- Energy Efficiency & Conservation Promotion Financing Project এর আওতায় জ্বালানি দক্ষ যন্ত্রপাতি ব্যবহারের জন্য শিল্প, ভবন ও আবাসিক খাতে স্বল্প সুদে (৪%) ঋণ প্রদান প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু;
- জ্বালানি দক্ষ পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকসমূহের মাধ্যমে স্বল্প সুদে (৯%) রি-ফাইন্যান্সিং ব্যবস্থা চালুকরণ;
- বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিবেশ বান্ধব ও গ্রিন ইন্ডাস্ট্রিতে ঋণ সুবিধা প্রদানের জন্য নীতিমালা প্রণয়ন;
- "Bangladesh National Building Code" এ জ্বালানি দক্ষতা ও সাশ্রয় বিষয়কবিধান অন্তর্ভুক্তকরণ;
- স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠ্যপুস্তকে "জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ" বিষয়ক পাঠ অন্তর্ভুক্তকরণ
|
- “জ্বালানি সাশ্রয়ে সচেতনতামূলক স্কুলিং প্রোগ্রাম” চালুকরণ এবং আয়োজন;
- কলেজ ও বিশ্বদ্যিালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতা এবং সেমিনার/সিম্পোজিয়াম, মেলা ইত্যাদি আয়োজনের মাধ্যমে জ্বালানি সাশ্রয় সচেতনতা সৃষ্টি;
- বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার রাস্তার সড়কবাতি দক্ষ এলইডি বাতি দ্বারা প্রতিস্থাপন;
- Country Action Plan for Clean Cook Stove প্রণয়ন ও বাস্তবায়ন;
- জ্বালানি সাশ্রয়ী চুলার মডেল উদ্ভাবন এবং উন্নত চুলা বিপণন;
- বিভিন্ন ক্যাপটিভ পাওয়ার জেনারেশন সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাগণের বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েষ্ট হিট রিকোভারী ও কো-জেনারেশন কার্যক্রম চালুকরণ;
- উন্নত প্রযুক্তির চাল কল সম্প্রসারণে Improved Rice Parboiling System স্থাপন
- “Building Energy and Environment Rating (BEER) System” এবং এর “Guideline” এর খসড়া প্রস্তুত করণ;
- নবায়নযোগ্য জ্বালানি সম্পৃক্ত যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণের জন্য SREDA এবং BSTI এর উদ্যোগে মানমাত্রা প্রণয়নের কাজ চলমান এবং এ লক্ষ্যে Standard and Labeling of appliance, Regulation এর খসড়া প্রস্তুতকরণ।
|