শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করুন। এলইডি, সিএফএল বাল্ব ব্যবহার করুন। জ্বালানি দক্ষতা সম্বলিত তারকা লেবেল যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি (সিএফএল,ফ্যান নুড়ি ইত্যাদি) ব্যবহার করুন। আবাসিক ও বাণিজ্যিক ভবনে মাত্রাধিক্য আলোর ব্যবহার পরিহার করুন। অব্যবহৃত রুমের আলো নিভিয়ে রাখুন। গ্রীষ্মে এয়ারকন্ডশিনার এর তাপমাত্রা ২৫° সে অথবা তার উপরে রাখুন। বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টারযুক্ত এয়ার কন্ডিশনার ব্যবহার করুন। মধ্যাহ্নভোজের সময়ে এয়ার কন্ডিশনারের ব্যবহার পরিহার করুন। ভবনে প্রাকৃতিক ভেন্টিলেটর ব্যবহার করুন। ফ্রিজের দরজা অযথা খোলা / বন্ধ সম্পর্কে সচেতন হোন এবং ফ্রিজের ভিতরে অত্যধিক খাবার ঠাসাঠাসি করে রাখা থেকে বিরত থাকুন। উচ্চ দক্ষতা সম্পন্ন এবং উচ্চ তাপ নিরোধক ফ্রিজ ব্যবহার করুন। ভবনে লিফট এবং চলন্ত সিঁড়ির ব্যবহার এর সময় কমিয়ে আনুন। ভালভাবে ট্যাপ কলের পানি ব্যবহার করুন। রান্নার জন্য উন্নত চুলা ব্যবহার করুন। রাইস মিলে ধান সিদ্ধ করার উন্নত পদ্ধতি ব্যবহার করুন। শিল্পে কোজেনারেশন সরঞ্জামাদি ব্যবহার করুন।
ক. Online Application for NOC of Solar Accessories
খ. Status Cheking submitted Application
গ. Online verification of issued NOC